Total Pageviews

Its Awesome!

Thursday, August 3, 2017

 7:14 PM      ,    No commentsকয়েকদিন আগে খোলামেলা ছবি তোলায় বিতর্কের শিকার হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর হলিউডের এক ফটোশুটের ছবি দেখে অনেকে তাকে অপুষ্টির শিকার বলেও অভিহিত করেন। সবকিছু ছাপিয়ে এবার নতুন বিতর্কের জন্ম। ম্যাক্সিম নামের ম্যাগাজিনে প্রকাশিত হলো এমন এক ছবি, যেখানে নগ্ন শরীরে দেখা গেলো দীপিকাকে।

আসলে ছবিটি দীপিকার নয়। কেউ আরেকজনের ছবিতে দীপিকার ছবি বসিয়ে এই কাণ্ড বাঁধিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্সিম নামের ওই ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি পোস্ট হতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 
ফেসবুক থেকে টুইটার, হোয়াটসঅ্যাপ থেকে ইন্সটাগ্রামসহ ভার্চুয়াল দুনিয়ায় এখন দীপিকা পাড়ুকোনের নকল ছবি নিয়ে চলছে সমালোচনা। সেই সঙ্গে বিতর্কের মুখে ম্যাক্সিম নামের ম্যাগাজিনও। দীপিকার সঙ্গে ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশ পেয়েছে একজন কৃষ্ণাঙ্গ পুরুষের ছবি, যাকে দীপিকা জড়িয়ে ধরে রয়েছেন। 
উল্লেখ্য, এর আগে ম্যাক্সিমের কভার পেজের জন্য ফটোশুট করেছিলেন দীপিকা। কিন্তু এমন ছবি মোটেও বলিউড নায়িকার নয়, তা সকলেই জানেন। তবে এই নগ্ন ছবি ভাইরাল হওয়া নিয়ে দীপিকার কী প্রতিক্রিয়া হয়েছে, তা এখনও জানা যায় নি।
সূত্র: আইবি টাইমস 
Reactions:

0 comments:

NetworkedBlogs

Popular Posts

Recent Posts

Text Widget

Blog Archive