Total Pageviews

Its Awesome!

Friday, January 27, 2017

 9:09 PM         No commentsটঙ্গীর ইজতেমা ময়দানে একটি টিনের ঘর ধসে চাপা পড়ে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা  ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করে টিনের ছাপড়াটির চাল ধসে পড়লে সেখানে অবস্থানরত অর্ধশতাধিক মুসল্লি আহত হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ও ময়দানে থাকা অন্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যান।
ইজতেমা ময়দানের মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, জুমার নামাজের পর ইজতেমার সাথীরা ওই ছাপড়া ঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে দমকা বাতাস বইলে ওই ঘরের চাল ভেঙে তাদের ওপরে  পড়ে। এতে মুসল্লিরা আহত হন।
ওই ঘরটিতে মুসল্লিরা নামাজ আদায় ও রাতযাপন করেন বলে তিনি জানান।
প্রিয় সংবাদ/এমএইচ/এসআর
Reactions:

0 comments:

NetworkedBlogs

Popular Posts

Recent Posts

Text Widget

Blog Archive