Total Pageviews

Its Awesome!

Friday, January 27, 2017

 9:07 PM         No commentsদেশের শতকরা দুইজন নারী গর্ভাবস্থায় মদজাতীয় পানীয় পান করেন এবং এর প্রভাবে ১০ হাজার শিশুর মধ্যে ৩টি শিশু জন্ম নিচ্ছে মদের প্রভাবজনিত প্রতিবন্ধিতা নিয়ে। সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

কানাডার সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের করা ওই গবেষণায় বলা হয়েছে, বছরে বিশ্বে ১ লাখ ১৯ হাজার শিশু এই ধরনের প্রতিবন্ধিতা নিয়ে জন্মায়। গবেষণার ফলাফল যুক্তরাজ্যের প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের অনলাইন সংস্করণে ছাপা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, বাংলাদেশে আনুমানিক ২ দশমিক ১ শতাংশ গর্ভবতী নারী মদ খান। আর ১০ হাজারের মধ্যে আনুমানিক ৩ দশমিক ১টি শিশুর জন্ম হচ্ছে ‘ফাঁস’ (ফাঁস লক্ষণ নিয়ে জন্মালে পরিণত বয়সে একই সময়ে একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি) লক্ষণ নিয়ে।
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৩৭ লাখ মা গর্ভধারণ করেন। ল্যানসেটের তথ্যের সঙ্গে নিপোর্টের হিসাব মেলালে বছরে ১ হাজার ১৬০টি শিশুর জন্ম হচ্ছে ‘ফাঁস’ লক্ষণ নিয়ে। 
প্রবন্ধের শেষ অংশে গবেষকেরা বলেছেন, প্রজননক্ষম মায়েদের মদ খাওয়ার ব্যাপারে বাছ-বিচার করা দরকার।
প্রিয় সংবাদ/এমএইচ/টিআর
Reactions:

0 comments:

NetworkedBlogs

Popular Posts

Recent Posts

Text Widget

Blog Archive