Total Pageviews

Its Awesome!

Monday, December 2, 2013

 8:49 PM         No comments


হঠাৎ নীরার জন্য
--সুনীল গঙ্গোপাধ্যায়

বাসস্টপে দেখা হলো তিন মিনিট,
অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ
দেখেছি ছুরির
মতো বিঁধে থাকতে সিন্ধুপারে-
দিকচিহ্নহীন-
বাহান্ন তীর্থের মতো এক শরীর,
হাওয়ার ভিতরে
তোমাকে দেখেছি কাল স্বপ্নে,
ওষধি স্বপ্নের
নীল দুঃসময়ে।

দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি
আজই কি ফিরেছো?
স্বপ্নের সমুদ্র সে কী ভয়ঙ্কর,
ঢেউহীন, শব্দহীন, যেন
তিনদিন পরেই আত্মঘাতী হবে,
হারানো আঙতির মতো দূরে
তোমার দিগন্ত, দুই ঊরু
ডুবে গেছে নীল জলে
তোমাকে হঠাৎ
মনে হলো কোনো জুয়াড়ীর সঙ্গিনীর মতো,
অথচ একলা ছিলে, ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা।

এক বছর ঘুমোবো না, স্বপ্ন
দেখে কপালের ঘাম
ভোরে মুছে নিতে বড় মূর্খের মতন
মনে হয়
বরং বিস্মৃতি ভালো, পোশাকের
মধ্যে ঢেকে রাখা
নগ্ন শরীরের মতো লজ্জাহীন, আমি
এক বছর ঘুমোবো না, এক বছর
স্বপ্নহীন জেগে
বাহান্ন তীর্থের মতো তোমার ও-
শরীর ভ্রমণে
পুণ্যবান হবো।
ডিএনএ টেস্টে প্রমাণ, স্বামী-স্ত্রী আসলে ভাই-বোন!


বাসের জানলার পাশে তোমার
সহাস্য মুখ, ‘আজ যাই,
বাড়িতে আসবেন।’
রৌদ্রের চিৎকারে সব শব্দ
ডুবে গেল।
‘একটু দাঁড়াও‘,
কিংবা ‘চলো লাইব্রেরীর মাঠে‘,
বকের ভেতরে
কেউ এই কথা বলেছিল,
আমি মনে পড়া চোখে
সহসা হাতঘড়ি দেখে লাফিয়ে
উঠেছি, রাস্তা, বাস, ট্রাম,
রিকশা, লোকজন
ডিগবাজির মতো পার হয়ে, যেন
ওরাং উটাং, চার হাত-পায়ে ছুতে।
পৌঁছে গেছি অফিসের লিফটের
দরজায়।

বাস স্টপে তিন মিনিট, অথচ
তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ।Reactions:

0 comments:

NetworkedBlogs

Popular Posts

Recent Posts

Text Widget

Blog Archive